প্রেমের ছন্দ। ভালোবাসার এসএমএস বাংলা। রোমান্টিক এসএমএস (স্ট্যাটাস ও ম্যাসেজসহ)

আজ আমরা আলোচনা করব ভালোবাসার ছন্দ,  ভালোবাসার এসএমএস ও  রোমান্টিক এসএমএস  বাংলায় এই বিষয় নিয়ে। প্রিয় মানুষটিকে খুশি করার জন্য  ভালোবাসার  এসএমএস , ভালোবাসার ছন্দ ও রোমান্টিক এসএমএস অনেক কার্যকরি। অনেক সময় আমাদের মনের কথা আমাদের প্রিয় মানুষকে সাজিয়ে বলতে পারি না । ভালোবাসার ছন্দ ব্যবহার এর মাধ্যমে তা সহজে সাজিয়ে বলতে পারি।

এই পোস্টের মাধ্যমে  আপনারা প্রিয় মানুষকে দেওয়ার মতো অনেক সুন্দর ভালোবাসার ছন্দ, প্রেমের  ছন্দ, দুষ্ট মিষ্টি ভালোবাসার ছন্দ, ভালোবাসার এসএমএস ও রোমান্টিক এসএমএস শুভেচ্ছা গুলো জানতে পারবেন।

পেজ সূচিপত্রঃ ভালোবাসার এসএমএস বাংলায়

  • ভালোবাসার এসএমএস
  • রোমান্টিক এসএমএস
  • দুষ্ট মিষ্টি ভালোবাসার ছন্দ
  • রাগ ভাংগানোর এসএমএস

ভালোবাসার এসএমএস বাংলায়

আমরা আলোচনা করছি  ভালোবাসার এসএমএস বাংলায় এ বিষয় নিয়ে। প্রিয় মানুষটাকে নিয়ে কিছু ভালোবাসার এসএমএস নিচে দেওয়া হলো।

আমার এই মন দিলাম তোমার মনে
আদোর দিয়ে যত্ন করে রেখো ।
তোমার মনে আমার জন্য 
একটু ভালোবাসা রেখো।
দিওনা কভু ভেংগে এই মন
তুমি ছাড়া আমি বড়ই অচল।

অনুরাগে নয় অনুভাবে
তোমাকে চাই 
আবেগে নয় ভালোবাসায় 
তোমাকে চাই 
তোমার রূপে নয় মায়ায়
তোমাকে চাই 
সব কিছুর বিনিময়ে আমার
তোমাকে চাই।

প্রিয় আমি তোমার ভালোবাসায় সী্মাবন্ধ
তুমি হী্না আমি অন্ধ
যেওনা গো আমায় ছেরে 
কোরো নাগো আমায় নিঃস্ব।

আমার ভালোবাসা খেলনা নয় যে ভেংগে যাবে,
আমার ভালোবাসা আগুন নয় যে নিভে যাবে,
আমার ভালোবাসা সৃতি নয় যে মুছে যাবে,
আমার ভালোবাসা অক্সিজেনের মত সারা জীবন
তোমার মাঝে বেঁছে থাকবে ।.

জীবনের শেষ প্রাত্তে গিয়েও যদি তোমাকে পাওয়ার 
কোনো সুযোগ থাকে ......
একটা দীর্ঘ শ্বাস ফেলে বলবো, আমি এখনো তোমাকে 
অস্মভব ভালবাসি,;;;;;;

 রোমান্টিক এসএমএস (স্ট্যাটাস ও ম্যাসেজসহ)

চোখে কথা মুখে হাসি
মন বলে শুধু তোমায় ভালোবাসি
থাকো তুমি দূরে তাই তো
ভালোবাসা থেকে যায় অনুভাবে।

নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে
গাছের কষ্ট হয় পাতা শুকিয়ে গেলে
মায়ের কষ্ট হয় সন্তান দূরে গেলে
আমার  কষ্ট হয়  তুমি দূরে গেলে।

পরে যখন তোমায় মনে
হাসি আমি নিরবে, 
যদি থাকো তুমি পাশে
ভাসি আমি আনন্দের সাগরে।

যদি ভালোবাসো মোরে, তবে
হাত দুখান ধরে নিয়ে চলো অনেক দূরে।
যেখানে তোমার আমার কথা হবে মুখে মুখে নয়
কেবল মনে আর মনে।

মনে পরে তোমাকে, যখন থাকি নিরবে,
ভাবি শুধু তোমাকে, সব সময় অনুভাবে,
আপন ভাবি তোমাকে আমার প্রতি নিঃশ্বাসে 
ও বিশ্বাসে।

 দুষ্ট মিষ্টি ভালোবাসার ছন্দ

অই পাগলি বকেছি বলে যাস না আমায় ছেড়ে
তুই যে আমার নিজের সম্পদ
তাইতো করি শাসন বারে বারে।

ফুলের প্রয়জন সুর্যের আলো,
ভোরের প্রয়জন শিশির,
নদীর প্রয়জন পানি,
আর আমার প্রইয়জন ,
শুধু তুমি।

রাত পেতে চাই চাদের আ্লোকে,
মেঘ পেতে চাই বৃষ্টিকে,
আলো পেতে চাই অন্ধকারকে,
আমি পেতে চাই তোমাকে।
সারা জীবন আমার করে,

তুমি আমার দুষ্টু মনের মিষ্টি ভালোবাসা
আদর যতোন দিয়ে পোষা একটা ময়না
উরে গিয়ে করোনা অপমান , আমার মনের
নিষ্পাপ ভালোবাসার।

যতটা দূরে মনে হয়, ততোটা দূরে আমি নয়।
আকাশের দিকে তাকিয়ে দেখো,
আমি তোমার সাথেই রই।

রাগ ভাংগানোর এসএমএস বাংলায়

পাগলি আমার রাগ করোনা 
একটু কাছে আসো,
তোমার জন্য কান ধরেছি
একটু ভালোবাসো,
যদি দেও ফিরিয়ে কষ্ট পাবো 
হৃদয় জুরে।

এসেছি তোমার কাছে চাইতে মাফ
তুমি তো অনেক রেগে ওরে বাপরে বাপ
কিন্তু চাইতেই তো হবে মাফ তাই তো,
দূর থেকে ধরছি কান, বালছি তোমায়
  I am so so sorry........


তুমি রাগ করলে আমি মানাবো
তুমি কষ্ট পেলে আমি মুছে দিবো
তুমি থাকতে চাইলে আগলে নিবো
তবুও যাবো না তোমায় ছেড়ে।

রাগ করে থেকো না গো 
করো না গো অভিমান
তুমি রাগ করে থাকলে আমার লাগেনা 
কিছুই ভালো, তাই তো বার বার
ছুটে আসি রাগ ভাংগাতে।

তুমি রাগ করলে আমার ভুবন কালো
তুমি হাসলে আমি দেখি অমাবস্যার আলো
আলো আধারের হাজার সুতো মায়ায় ঢাকে জীবন ক্ষত
এমনি করে আগলে রাখা বড্ড লাগে ভালো।

শেষ কথাঃ ভালোবাসার   ছন্দ ।  রোমান্টিক এসএমএস ।ভালোবাসার এসএমএস বাংলায়।

উপরে প্রিয় মানুষটিকে জানানোর জন্য বাংলায় অনেক সুন্দর সুন্দর ভালোবাসার স্ট্যাটাস ও ম্যাসেজসহ শুভেচ্ছা দেওয়া হয়েছে।  যারা তাদের প্রিয় মানুষটিকে ভালোবাসার শুভেচ্ছা জানাতে চাই। তারা উপরের শুভেচ্ছা গুলো জানাতে পারেন। আপনার প্রিয় মানুষটি  এগুলো রোমান্টিক এসএমএস  দেখে অনেক খুশি হবে।এবং আপনি যে উদ্দেশ্যে শুভেচ্ছা জানাতে চান আপনার প্রিয় মানুষটি  কে খুশি করার জন্য সেটিও পূরণ হয়ে যাবে।
তো বড়তো প্রিয় মানুষটি  কে ভালোবাসার এসএমএস শুভেচ্ছা বাংলায় এগুলো আপনি আপনার প্রিয় মানুষের রাগ ভাংগাতে  ব্যবহার করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আমাদের এরকম আরো অনেক পোস্ট পড়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের ফেসবুক পেইজ এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url