নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায়।
আসসালামু আলাইকুম দর্শক , আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নারীদের জান্নাতে যাওয়ার সহজ চারটি উপায় নিয়ে। এবং আলোচনাটি হবে ইসলামী শরীয়ত মোতাবে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই , কিন্তু জান্নাতে যাওয়ার পথ সম্পর্কে আমরা সচেতন নই ।আমরা মনে করি নারীদের অনেক নিয়ম পালনের মাধ্যমে জান্নাতে যেতে হবে।
অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলারা শুধুমাত্র চারটি কাজ করে জান্নাতে লাভ করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায়।
সূচিপত্রঃ নারীদের জান্নাতে যাওয়ার চারটি উপায়
- পাঁচ ওয়াক্ত নামাজ পড়া
- রমজান মাসে রোজা পালন করা
- সতীত্বের হেফাজত করা
- স্বামীর সেবা করা এবং স্বামীকে খুশি রাখা
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া।
নারীদের জান্নাতে যাওয়ার সহজ চারটি উপায় মধ্যে প্রথম হল পাঁচ ওয়াক্ত নামাজ। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতের প্রবেশের প্রধান চাবিকাঠি হচ্ছে নামাজ। তাই মা ও বোনেরা যদি তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে কখনোই নামাজটি ছেড়ো না। নামাজ যেমন তোমাদেরকে ইহকালে মানুষের শান্তি দিবে ঠিক তেমনি পরকালেও তোমাদের জান্নাত প্রদান করবে।
রমজান মাসে রোজা পালন করা।
রমজান মাসে রোজা পালন করা মহান আল্লাহতালা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায় এর মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে রমজান মাসে রোজা পালন করা। আমাদের জন্য যেসব নিয়মগুলো ফরজ করেছে সেগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। তার মধ্যে একটি হলো রোজা পালন করা।
অনেক নারীরা মনে করেন রোজা করলে তাদের শরীর শুকিয়ে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিন্তু আসলে সেটা নয়। তাহলে বুঝে নিতে হবে আমাদের গুনার পরিমাপ কমে যাচ্ছে। নারীদের জান্নাতে যাওয়ার মধ্যে রমজান মাসে রোজা পালন করা এটা দ্বিতীয়তম। তাই মা ও বোনেরা তোমরা যদি সহজে জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে অবশ্যই রমজান মাসে রোজা পালন করবে।
সতীত্বের হেফাজত করা।
নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায় এর মধ্যে আরেকটি অন্যতম উপায় হচ্ছে সতীত্বের হেফাজত করা। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পদ্মা শীল হওয়া। নারীরা পদ্মাশীল ভাবে চললে যেমন তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তা ও খুঁজে পায় ঠিক তেমনি পুরুষেরাও অনেক গুনাহ থেকে মুক্তি পায়। আমার মা ও বোনেরা অনেকে মনে করে পর্দাশীল হলে তাদের দেখতে খারাপ দেখায়।
কিন্তু আমার মা ও বোনেরা জানেনা একজন পদ্মা সে নারীকে পুরুষেরা যেভাবে সম্মান করে একজন পর্দাহীন মানুষকে সেভাবে সম্মান করে না। উদাহরণস্বরূপ বলা যায়ঃ বাজারে একটা খোসা ছাড়া কলা থাকলে সেখানে অনেক ধরনের পোকামাকড় মাছি বসবে। কিন্তু করাটি যদি খোসা দিয়ে ঢাকা থাকে তাহলে তাকে কেউ স্পর্শ করতে পারবে না তার কোন কলঙ্ক হবেনা। এই যে তার সৌন্দর্য সুরক্ষিত থাকবে
তাই আমার মা ও বোনেরা তোমরা যদি সহজে জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে নারীদের জান্নাতে যাওয়া সহজ চারটি উপায়ের মধ্যে সতীত্ব রক্ষা বা পর্দাশীল হওয়া অন্যতম তোমরা অবশ্যই এই নিয়মটি পালন করবে।