নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায়।

 আসসালামু আলাইকুম দর্শক , আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নারীদের জান্নাতে যাওয়ার সহজ চারটি উপায় নিয়ে। এবং আলোচনাটি হবে ইসলামী শরীয়ত মোতাবে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই , কিন্তু জান্নাতে যাওয়ার পথ সম্পর্কে আমরা সচেতন নই ।আমরা মনে করি নারীদের অনেক নিয়ম পালনের মাধ্যমে জান্নাতে যেতে হবে।

অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলারা শুধুমাত্র চারটি কাজ করে জান্নাতে লাভ করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায়।

সূচিপত্রঃ নারীদের জান্নাতে যাওয়ার চারটি উপায়

  • পাঁচ ওয়াক্ত নামাজ পড়া
  • রমজান মাসে রোজা পালন করা
  • সতীত্বের হেফাজত করা
  • স্বামীর সেবা করা এবং স্বামীকে খুশি রাখা

পাঁচ ওয়াক্ত নামাজ পড়া।

নারীদের জান্নাতে যাওয়ার সহজ চারটি উপায় মধ্যে প্রথম হল পাঁচ ওয়াক্ত নামাজ। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতের প্রবেশের প্রধান চাবিকাঠি হচ্ছে নামাজ। তাই মা ও বোনেরা যদি তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে কখনোই নামাজটি ছেড়ো না। নামাজ যেমন তোমাদেরকে ইহকালে মানুষের শান্তি দিবে ঠিক তেমনি পরকালেও তোমাদের জান্নাত প্রদান করবে।

রমজান মাসে রোজা পালন করা।

রমজান মাসে রোজা পালন করা মহান আল্লাহতালা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায় এর মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে রমজান মাসে রোজা পালন করা। আমাদের জন্য যেসব নিয়মগুলো ফরজ করেছে সেগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। তার মধ্যে একটি হলো রোজা পালন করা।

অনেক নারীরা মনে করেন রোজা করলে তাদের শরীর শুকিয়ে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিন্তু আসলে সেটা নয়। তাহলে বুঝে নিতে হবে আমাদের গুনার পরিমাপ কমে যাচ্ছে। নারীদের জান্নাতে যাওয়ার মধ্যে রমজান মাসে রোজা পালন করা এটা দ্বিতীয়তম। তাই মা ও বোনেরা তোমরা যদি সহজে জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে অবশ্যই রমজান মাসে রোজা পালন করবে।

সতীত্বের হেফাজত করা।

নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায় এর মধ্যে আরেকটি অন্যতম উপায় হচ্ছে সতীত্বের হেফাজত করা। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পদ্মা শীল হওয়া। নারীরা পদ্মাশীল ভাবে চললে যেমন তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তা ও খুঁজে পায় ঠিক তেমনি পুরুষেরাও অনেক গুনাহ থেকে মুক্তি পায়। আমার মা ও বোনেরা অনেকে মনে করে পর্দাশীল হলে তাদের দেখতে খারাপ দেখায়।

কিন্তু আমার মা ও বোনেরা জানেনা একজন পদ্মা সে নারীকে পুরুষেরা যেভাবে সম্মান করে একজন পর্দাহীন মানুষকে সেভাবে সম্মান করে না। উদাহরণস্বরূপ বলা যায়ঃ বাজারে একটা খোসা ছাড়া কলা থাকলে সেখানে অনেক ধরনের পোকামাকড় মাছি বসবে। কিন্তু করাটি যদি খোসা দিয়ে ঢাকা থাকে তাহলে তাকে কেউ স্পর্শ করতে পারবে না তার কোন কলঙ্ক হবেনা। এই যে তার সৌন্দর্য সুরক্ষিত থাকবে

তাই আমার মা ও বোনেরা তোমরা যদি সহজে জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে নারীদের জান্নাতে যাওয়া সহজ চারটি উপায়ের মধ্যে সতীত্ব রক্ষা বা পর্দাশীল হওয়া অন্যতম তোমরা অবশ্যই এই নিয়মটি পালন করবে।

স্বামীর সেবা করা এবং স্বামীকে খুশি রাখা। 

নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায় এর মধ্যে স্বামীর সেবা করা এবং স্বামীকে খুশি রাখা অন্যতম আর শেষ উপায়। নারীদের বিবাহের পর তার সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে তার স্বামী। তার স্বামী তার সকল দায়িত্ব-কর্তব্য ভরণপোষণ পালন করে। কিন্তু অনেক নারী আছে তার স্বামীকে তারা স্বামী বলে মানে না তারা স্বামীর কোনো ভালো লাগা খারাপ লাগালে তার কোন গুরুত্ব দেয় না। স্বামীকে খুশি করার চেষ্টা করেনা।

কিন্তু আমার মা ও বোনেরা আপনারা মনে করুন আপনাদের যখন বিয়ে হয় তারপর আপনাদের বাপের বাসায় আপনাদের থাকার অধিকার কমে যায় তখন আপনাদের স্বামীর ঘর। আপনাদের সামনে অনেক পরিশ্রম করে আপনাদের ভরণপোষণ পালন করে এবং আপনাদের অনেক কথা রাখার চেষ্টা করে। এমনকি আপনারা যে করেন সেটাও কিন্তু ভাগ নিতে হয় আপনার স্বামীকে।

তাই মহান আল্লাহতালা আপনাদের জন্য স্বামীর এবাদত করা ফরজ করে দিয়েছে। আপনি যদি স্বামীকে খুশি রাখেন স্বামীর কথা মত চলেন এবং স্বামীর প্রতি যত্নশীল হন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। নারীদের জান্নাতে যাওয়ার সহজ একটি উপায় এর মধ্যে স্বামীর যত্ন নেওয়া এবং স্বামীকে খুশি রাখা শেষ উপায়। । তাই আমার মা ও বোনেরা অবশ্যই আপনারা আপনার স্বামীর প্রতি যত্নশীল হবেন।

শেষ কথাঃ-

আমরা ইহকালের আবেগে পরকালের কথা ভুলে যাই। আমরা ভুলে যাই ক্ষনিকের আর পরকাল সারা জীবনের। আমরা দুনিয়ায় সামান্য কিছু দিনে যেসব অন্যায় করব সে অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে সারা জীবন মৃত্যুর পর। আমরা সব কিছু বুঝি জানি বুঝেও না জানার ভান করে এবং আমরা নিয়ম পালন করতে চাই না। কিন্তু আমার মা ও বোনেরা আপনাদের জন্য জান্নাতে যাওয়ার উপায় অনেক সহজ আপনারা আল্লাহকে একটু ভয় করে যদি ইবাদত গুলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার জান্নাতে প্রবেশ করতে পারবেন।

আপনার একটু ভেবে দেখেন নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায় বা নারীদের জানাতে যাওয়ার সহজ চারটি নিয়ম আপনারা যদি দুনিয়াতে আল্লাহর ভয় করে পালন করেন তাহলে আপনারা সারা জীবন কতই না সুখে শান্তিতে জান্নাতে থাকতে পারবেন মৃত্যুর পর। আপনারা তো পড়াশোনা জন্য কতই কষ্ট করে তাহলে পরকালের জন্য কি একটু কষ্ট করা যায় না।

আমার মা ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ রইলো নারীদের জান্নাতে যাওয়ার চারটি সহজ উপায় আপনারা অবশ্যই পালন করবেন। আর পরবর্তী কোন প্রশ্ন বা সমস্যার সমাধানে আবার হাজির হবো সে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url