ভালোবাসার ছন্দ । সেরা প্রেমের ছন্দ প্রিয় মানুষটির জন্য ।

 আসসালামু আলাইকুম . আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মন ভাল করার এসএমএস , হাসির ছন্দ , ভালবাসা মজার ছন্দ , প্রেমের ছন্দ মেসেজ , ভালোবাসার ছন্দ , রাগ ভাঙ্গানো ছন্দ, প্রপোজ করার ছন্দ , লাভ এসএমএস , প্রেমের ছন্দ ইত্যাদি নিয়ে . আমরা অনেকে আমাদের প্রিয় মানুষের মন ভালো করার জন্য মজার কথা বলতে চাই .

কিন্তু আমরা সেটা ছন্দ বলতে পারি না . তাই আমি আপনাদের সমস্যার সমাধান করতে আপনাদেরকে শেয়ার করছি ভালোবাসার এসএমএস , রাগ ভাঙ্গানোর এসএমএস , প্রেমের এসএমএস , লাভ লেটার, ভালোবাসার ছন্দ , রোমান্টিক ছন্দ , ভালবাসার ছন্দ বাংলা ইত্যাদি

সূচিপত্র: ভালোবাসার ছন্দ , প্রেমের ছন্দ , ভালবাসার এসএমএস বাংলা, মজার ছন্দ 

প্রেমের ছন্দ বা প্রেমের এসএমএস
রোমান্টিক ছন্দ (romantic sms)
ভালোবাসার ছন্দ (love sms)
মজার ছন্দ ( funny SMS)

প্রেমের ছন্দ বা প্রেমের এসএমএস


**চিনির মতো মিষ্টি তুমি
   মধুর মত হাসি,
  তাইতো তোমায় আমি
  ভীষণ ভালোবাসি !!

** কি দিয়ে করি পূরণ
    তোমার মনের আশা,
    তোমার তরে রইলো আমার
    গভীর ভালোবাসা !!

** আকাশ ভরা চন্দ্র তারা
    সৃষ্টিকর্তার দান,
    আমার মনে দীর্ঘ শীর্ষে
    তোমার স্থান!!

** লাভ মোর ছলনা
    ইউ মোরে ভুলনা,
    হ্যাপি হবো দুজনার
    দিস ইস মাই কামনা !!

** চোখে যদি অশ্রু আসে
     আঁচল দিয়ে মুছবো,
    কষ্ট করে খাব তবু
    তোমায় ভালোবাসবো।

রোমান্টিক ছন্দ (romantic SMS).


** আকাশেতে অনেক তারা
     সাগরেতে পানি
    তোমার আমার প্রেম
    সোনার চেয়ে দামী !!

** আতা গাছে তোতা পাখি
    ডালিম গাছে মৌ,
    তোমাকে আমি বানিয়ে নেব
    আমার ঘরের বউ !!
     
** টিনের চালে বৃষ্টি পড়ে
    মাটি হয় কাদা,
    সামনে তোমায় করবো বিয়ে
    পারবে না দিতে বাধা কারো বাপ দাদা !!

** আকাশেতে উড়ে
    সাদা সাদা বক
    মনটা তোমার খারাপ হলে
   আমায় দিও ন্ক !!

** নদীতে আছে মাছ
     সাগরে আছে ঢেউ
     আমার ছন্দ পড়ে
     কমেন্ট করে না কেউ!!

** বৃষ্টি পড়ে টাপুর টুপুর
     গাছের পাতা নড়ে
     সারাদিন তোমার কথা
     শুধু মনে পড়ে !!

ভালোবাসার ছন্দ (love sms ):-

** আকাশেতে উড়ে পাখি
    জমিনে তার ছায়া,
    আমার জন্য তোমার মনে
    নাই  কি গো কোন মায়া?

**?বৃষ্টি পড়ে টাপুর টুপুর
      উদাস করে মন,
      এমন দিনে বন্ধু তোমায়
      অনেক প্রয়োজন।

** আকাশেতে লক্ষ তারা
     চাঁদ কিন্তু একটাই রে,
     আশেপাশে আমার অনেক নারী
     ভালো শুধু তোমার এই বাসি রে।

** যতন করে রাখবো তোমায়
     যদি কাছে পাই
    আমার মত এমন পাগল
    পাবে আর কোথায় !!

** কষ্ট বারে দ্বিগুণ হারে
    পায়না যখন কাছে
    তোমার জন্য পরান পাখি
    পাগল হয়ে নাচে !!

     মজার ছন্দ ( funny SMS):-

** মোবাইল আর মেয়ে যতই
    ভালো কোয়ালিটির হোক না কেন,,
   টিপলে গরম হবেই !1

** আতা গাছে তোতা পাখি
    ডালিম গাছে মৌ.
   ওপরের লাইনটা যে মেয়ে পড়েছে
   সেই আমার বউ।

** সবাই ভাবে আমি সিঙ্গেল ,,
    আসলে আমি সিঙ্গেল প্রম্যাক্স!!

** ভবিষ্যতে অন্ধ দেখতে চাই
     কারো কাছ থেকে টস লাইট হবে!!

** মেঘের কোলে রোদ এসেছে
     বাদল গেছে টুটি
    স্বার্থ হাসিল হয়ে গেলে
   গার্লফ্রেন্ড যায় ফুটি!!

শেষ কথাঃ
উপরে প্রিয় মানুষটিকে জানানোর জন্য বাংলায় অনেক সুন্দর সুন্দর ভালোবাসার স্ট্যাটাস,প্রেমের ছন্দ বা প্রেমের এসএমএস, রোমান্টিক ছন্দ (romantic sms),ভালোবাসার ছন্দ (love sms), মজার ছন্দ ( funny SMS) ও ম্যাসেজসহ শুভেচ্ছা দেওয়া হয়েছে।  যারা তাদের প্রিয় মানুষটিকে ভালোবাসার শুভেচ্ছা জানাতে চাই। তারা উপরের শুভেচ্ছা গুলো জানাতে পারেন।

 আপনার প্রিয় মানুষটি  এগুলো রোমান্টিক এসএমএস  দেখে অনেক খুশি হবে।এবং আপনি যে উদ্দেশ্যে শুভেচ্ছা জানাতে চান আপনার প্রিয় মানুষটি  কে খুশি করার জন্য সেটিও পূরণ হয়ে যাবে।
তো বড়তো প্রিয় মানুষটি  কে ভালোবাসার এসএমএস শুভেচ্ছা বাংলায় এগুলো আপনি আপনার প্রিয় মানুষের রাগ ভাংগাতে  ব্যবহার করতে পারেন

। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আমাদের এরকম আরো অনেক পোস্ট পড়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের ফেসবুক পেইজ এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url