সেরা বাছাই করা ভালোবাসার ছন্দ প্রেমের ছন্দ ২০২৩

 আজ আমরা আলোচনা করব ভালোবাসার ছন্দ,  ভালোবাসার এসএমএস ও  রোমান্টিক এসএমএস  বাংলায় এই বিষয় নিয়ে। প্রিয় মানুষটিকে খুশি করার জন্য  ভালোবাসার  এসএমএস , ভালোবাসার ছন্দ ও রোমান্টিক এসএমএস অনেক কার্যকরি। অনেক সময় আমাদের মনের কথা আমাদের প্রিয় মানুষকে সাজিয়ে বলতে পারি না । ভালোবাসার ছন্দ ব্যবহার এর মাধ্যমে তা সহজে সাজিয়ে বলতে পারি।

এই পোস্টের মাধ্যমে  আপনারা প্রিয় মানুষকে দেওয়ার মতো অনেক সুন্দর ভালোবাসার ছন্দ, প্রেমের ছন্দ, দুষ্ট মিষ্টি ভালোবাসার ছন্দ, ভালোবাসার এসএমএস ও রোমান্টিক এসএমএস শুভেচ্ছা গুলো জানতে পারবেন।

পেজ সূচিপত্রঃ প্রেমের ছন্দ ও ভালোবাসার এসএমএস বাংলায়

প্রেমের ছন্দঃ ১

গোলাপ ফুল তুলতে গিয়ে
হাতে ফুটলো কাটা
বন্ধু তোমার কথা মনে পড়লে
প্রাণে লাগে ব্যথা

প্রেমের ছন্দঃ ২

জলে যখন নেমেছি
মাছ তখন ধরবে
হাত যখন ধরেছি
বিয়ে আমি করবো ।

প্রেমের ছন্দঃ ৩

দুই হাতে সোনা আছে
আর কত দাম
সেই হাতে লেখা আছে
তোমার আমার নাম ।।

প্রেমের ছন্দঃ ৪

পুকুরে নেই পানি
পাতা কেন ভাসে ?
 যার সাথে কথা নেই
কেন আমায় দেখলে হাসে ।

প্রেমের ছন্দঃ ৫

যতন করে রাখবো তোমায় 
যদি কাছে পাই
আমার মত এমন পাগল্‌্‌
পাবে আর কোথায়?
প্রেমের ছ ন্দঃ৫

একটি ফুল দুটি পাতা
মনে পড়ে তোমার কথা
তুমি ভুল আমি লতা
ভুলনা আমার কথা।

প্রেমের ছ ন্দঃ৬

তুমি আমার ভালোবাসা
তুমি আমার জান
ভালোবাসার ফুল দিয়ে
লিখব তোমার নাম!!!

প্রেমের ছ ন্দঃ৭

 একা থাকতে আমার
লাগে না একাযে ভালো
তুমি আমার জীবন মরন
আধার ঘরের আলো

প্রেমের ছ ন্দঃ৮

চাঁদ হয়ে জলে থাকব
তোমার মনের ঘরে
ভালোবাসা দিয়ে তোমায়
রাখবো যতন করে !!

প্রেমের ছ ন্দঃ৯

স্বপ্ন অনেক তোমায় নিয়ে
বুকের মাঝে রাখি
দিবানিশি তোমার ছবি
মনের মাঝে আকি!!

প্রেমের ছ ন্দঃ১০

শুয়ে আছি দূর আকাশে
দেখি রাতের তারা
তুমি ছাড়া এ জীবনটা
শুধু দিশেহারা !!

ভালোবাসার ছন্দঃ ১

ডালটি হলো সবুজ
ফুলটি হলো লাল
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।

ভালোবাসার ছন্দঃ ২

পাখির ঠোঁটের চিঠি দিলাম
তুমি খুলে পড়ো।
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরে !!

ভালোবাসার ছন্দঃ ৩

মিষ্টি  প্রেমের মিষ্টি মিষ্টি হাসি
তাইতো তোমায় ভীষণ
ভালোবাসি ......

ভালোবাসার ছন্দঃ ৪

একটি গাছে দুটি পাখি
একটি পাখি সাদা
তোমার আমার ভালোবাসা
একই সূত্রে গাথা।।।

ভালোবাসার ছন্দঃ ৫

তুমি যদি ফুল হও
আমিও কলি
তুমি যদি ভুলে যাও
কষ্ট পাবো আমি ।

ভালোবাসার ছন্দঃ ৬

যদি বলো আমায়
ভালোবাসো কতটা
তবে আমি বলব
সাগরের জল আসা যতটা।।

ভালোবাসার ছন্দঃ ৭

তোমার ওই চোখের কাজল
না গিয়ে আমার ভালো
চোখের ওই পরব তোমার
নিশি রাতের আলো
ভোরের একটা গোলাপ তুমি
বাসি তোমায় ভালো
আই লাভ ইউ। প্রিয়

ভালোবাসার ছন্দঃ ৮

তোমায় ভাবি সারাক্ষণ
দিলাম তোমায় মন
যদি কাছে আসো
যদি না দাও ব্যথা
দিলাম তোমায় কথা
হারাবো না কোনদিন
পাশে থাকব চিরদিন ।

ভালোবাসার ছন্দঃ ৯

ফুলের ভেতর মধু থাকে , তোমার বুকে ঢেউ
তুমি ছাড়া এ জীবনে , নিজের কেউ
আকাশের বুকে চাঁদ থাকে , চাঁদের বুকে আলো
তুমি ছাড়া এ জীবনে কেমনে থাকি ভালো?

ভালোবাসার ছন্দঃ ১০

ভালোবাসা মানে , এক নতুন স্বপ্ন দেখা
ভালোবাসা মানে , অচেনাকে চিনতে পারা
ভালোবাসা মানে , আধারে ছেড়ে আলোতে আশা
ভালোবাসা মানেই , এক সুন্দর সকাল বেলা
ভালোবাসা মানে , তোমার  অপেক্ষায় থাকা

শেষ কথাঃ ভালোবাসার   ছন্দ ।  রোমান্টিক এসএমএস ।ভালোবাসার এসএমএস বাংলায়।

উপরে প্রিয় মানুষটিকে জানানোর জন্য বাংলায় অনেক সুন্দর সুন্দর ভালোবাসার স্ট্যাটাস ও ম্যাসেজসহ শুভেচ্ছা দেওয়া হয়েছে।  যারা তাদের প্রিয় মানুষটিকে ভালোবাসার শুভেচ্ছা জানাতে চাই। তারা উপরের শুভেচ্ছা গুলো জানাতে পারেন। আপনার প্রিয় মানুষটি  এগুলো রোমান্টিক এসএমএস  দেখে অনেক খুশি হবে।এবং আপনি যে উদ্দেশ্যে শুভেচ্ছা জানাতে চান আপনার প্রিয় মানুষটি  কে খুশি করার জন্য সেটিও পূরণ হয়ে যাবে।


তো বড়তো প্রিয় মানুষটি  কে ভালোবাসার এসএমএস শুভেচ্ছা বাংলায় এগুলো আপনি আপনার প্রিয় মানুষের রাগ ভাংগাতে  ব্যবহার করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আমাদের এরকম আরো অনেক পোস্ট পড়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের ফেসবুক পেইজ এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ। 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url