সেরা ২০ টি ভালোবাসার ছন্দ ও ভালোবাসার এসএমএস ২০২৩

আসসালামু আলাইকুম . আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় মানুষটিকে দেওয়ার জন্য ভালোবাসা এসএমএস , ভালবাসা ছন্দ ও প্রেমের ছন্দ ইত্যাদি। যখন প্রিয় মানুষটা আমাদের ওপর রাগ করে

তখন এ ভালোবাসার ও এসএমএস ভালোবাসার ছন্দ দেয়ার মাধ্যমে প্রিয় মানুষটির রাগ ভাঙ্গানো যায় বা মন ভালো করা যায়। প্রিয় মানুষটির মন ভালো করার চেষ্টা হচ্ছে প্রেমের ছন্দ ভালবাসা ছন্দ ও ভালোবাসার এসএমএস ইত্যাদি।

সূচিপত্র ঃ সেরা ২০ টি  ভালোবাসার ছন্দ বা ভালোবাসার এসএমএস

  • ভালোবাসার এসএমএস, ভালোবাসা ছন্দ এবং প্রেমের ছন্দ

ভালবাসা ছন্দ ঃ-১

**? আমি যদি জল হয়

      তুমি হবে পানি

      আমি যদি রাজা হয়

     তুমি হবে রানী ...!!

ভালবাসা ছন্দ ঃ-২

** ধরতে গেলাম বাঘের বাচ্চা

    হারিয়ে গেলাম বনে।

   প্রিয় তোমায় ভালোবেসে

   কি পেলাম মনে !!

ভালবাসা ছন্দ ঃ-৩

** আম গাছে আম ফলে

     জাম গাছের ফলে না

     ভুল বুঝে আমায় তুমি

     কষ্ট দিও না !!

ভালবাসা ছন্দ ঃ-৪

** ভ্যাট ভেগ করে কাদা

    কোথাও নাই বালি

    তুমি আমার ভালোবাসা

    লাগবে না টাকা করে !!

ভালবাসা ছন্দ ঃ-৫

** যাই ভুলে যাই সব ভুলে যাই

     তোমার কথা যখন ভাবি,

    নয়নের মাঝে ভাসে তখন

     তোমার রঙিন ছবি!!

ভালবাসা ছন্দ ঃ-৬

মেঘ বিকেলের আলো আমার

লাগে অনেক ভালো,

দেখতে তুমি কালো হলেও

মনটা অনেক ভালো

আই লাভ ইউ!!

ভালবাসা ছন্দ ঃ-৭

ছন্দ লিখে হাজার হাজার

শুধু তোমায় নিয়ে

বলোনা কোন দিন হবে

তোমার আমার বিয়ে!!

ভালবাসা ছন্দ ঃ-৮

ঘরের পিছনে খেজুর গাছ

চিকন চিকন পাতা

তোমার কথা মনে পড়লে

বুকে করে ব্যথা!!

ভালবাসা ছন্দ ঃ-৯

 বৃষ্টি পড়ে টাপুর টুপুর

উদাস করে মন,

এমন দিনের বন্ধু তোমায়

অনেক প্রয়োজন!!

ভালবাসা ছন্দ ঃ-১০

মুখ দিয়ে নয়, হৃদয় দিয়ে

ভালোবাসি বলতে চাই

নইশব্দে কোলাহলে শুধু

তোমাকে নিয়েই ভাবতে চাই!!

ভালবাসা ছন্দ ঃ-১১

তুমি আমার অবুঝ পাখি ভালোবাসা জান

তোমায় ছাড়া কেমনে বাঁচে আমারে প্রাণ

প্রিয় তোমার কাছে চাই ওগো জানমান

তোমার জন্য দিয়ে দিব আমার অবুঝ পরান!

ভালবাসা ছন্দ ঃ-১২

ভালো থেকো ভালো থেকো আমার তোমার হৃদয়ে রেখো

আমার জন্য ভালোবাসা গুলো সংগোপনে জমিয়ে রেখো

আমি আসলে তোমার হৃদয়ে থাকার প্রেম ভালোবাসা

এই সকল কিছুই আমাকে উজাড় করে দিও!!

ভালবাসা ছন্দ ঃ-১৩

চিনির মতো মিষ্টি তুমি

মধুর মত হাসি

তাইতো আমি তোমায়

অনেক ভালোবাসি!!

ভালবাসা ছন্দ ঃ-১৪

, একা একা বসে আমি যখন

করি তোমার ধ্যান

তোমার জন্য পাগল হয়ে

হারিয়ে ফেলে জ্ঞান!!

ভালবাসা ছন্দ ঃ-১৫

ভালোবেসে কেন তুমি

দূরে সরে থাকো

মাঝে মাঝে কেন বিরহের

ছবি আঁকো!!

ভালবাসা ছন্দ ঃ-১৬

আম গাছে আম

জাম গাছে জাম

তোমাকে শোনাবো

ভালোবাসার গান

ভালবাসা ছন্দ ঃ-১৭

তুমি যদি বিস্কিট হও

আমি হব মুড়ি

আমার সাথে প্রেম করলে

কিনে দেবো চুরি!!

ভালবাসা ছন্দ ঃ-১৮

 আতা গাছে তোতা পাখি

ডালিম গাছের মৌ

আমি তোমায় বানিয়ে নেব

আমার ঘরের বউ!!

ভালবাসা ছন্দ ঃ-১৯

কচি কচি নারকেল

ফুল ফোটে বনে

আমি কি সারা জীবন জায়গা পাবো

বন্ধু তোমার মনে!!

ভালবাসা ছন্দ ঃ-২০

তুমি যদি পায়েস হও

আমি হব সেমাই

ভালো যদি বাসো তুমি

হব তোমার জামাই!!


শেষ কথাঃ ভালোবাসার ছন্দ সম্পর্কেঃ-

প্রিয় দর্শক , আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেরা ২০ টি  ভালোবাসার এসএমএস ২০২৩ , ভালোবাসার ছন্দ অথবা প্রেমের ছন্দ বলা চলে । আশা করি ভালোবাসা ছন্দ গুলো আপনাদের অনেক ভালো লাগবে। এবং এ ভালোবাসার ছন্দ বা প্রেমের ছন্দগুলো আপনার প্রিয় মানুষটির মনটা ভালো করতে সহযোগিতা করবে ।

যদি ভালোবাসার ছন্দ গুলো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভালোবাসার ছন্দ , প্রেমের ছন্দ , ভালোবাসার এসএমএস পেতে আমাদের পাশে থাকবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url